প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর বাণী

নারী শিক্ষার অগ্রযাত্রা ও গ্রামীন নারী সমাজের শিক্ষার প্রসারের লক্ষ্যে  প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মধ্যে মাধ্যমিক পর্যায়ের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান হল মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীদের মর্যাদা, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতাকে সমুন্নত রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকগণ,ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুন্ন রেখেছে। আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

—-মোছাঃ রাহেলা বেগম

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,

রাজনগর,মৌলভীবাজার।

Message from the Head Teacher (Incharge)

Meherunnessa Girls’ High School is the only secondary-level educational institution dedicated exclusively to girls’ education in Rajnagar Upazila of Moulvibazar District. It was established with the noble aim of promoting women’s education and advancing educational opportunities for girls in rural communities.

Since its inception, the school has been committed to upholding the dignity of women, nurturing human values, and fostering creativity through quality education. The dedication of our teachers and students, the trust of parents, the support of the managing committee, and the goodwill of the local community have all contributed to preserving the school’s reputation and excellence.

I sincerely wish for the continued growth, success, and prosperity of this esteemed institution.

— Most Rahela Begum

Head Teacher (Incharge)

Meherunnessa Girls’ High School, Rajnagar, Moulvibazar.