
বিদ্যালয়ের নিজস্ব গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র রয়েছে। সেখানে পর্যাপ্ত বই ও অন্যান্য রিডিং মেটারিয়ালস মজুদ রয়েছে। এখানকার আর্কাইভ শাখায় বিদ্যালয়ের পুরনো ডকুমেন্ট সংরক্ষিত রয়েছে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষকের তত্ত্বাবধানে লাইব্রেরি ঘন্টাসহ নিয়মিত বই লেনদেন করতে পারে শিক্ষার্থীরা। শিক্ষকরাও নিজ নিজ বিষয়ের পাঠদানের জন্য এখানে বসে লেসন প্লান তৈরি করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। তাছাড়া এখানে মাউশির নির্দেশনায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্ট্র্যাংদেনিং অব রিডিং হেভিট ডেভেলপমেন্ট এর পাঠাভ্যাস কর্মসূচি চালু রয়েছে যা সংগঠক হিসেবে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের শিক্ষক দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত রিপোর্টিং করে থাকেন। এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে নির্দিষ্ট বই দেয়া হয়েছে যা শিক্ষার্থীরা লাইব্রেরি ঘন্টায় অধ্যয়ন করে।লাইব্রেরিতে নিয়মিত পাঠচক্র হয়। এক্ষেত্রে লাইব্রেরিতে আদর্শ পাঠককে বিদ্যালয় থেকে পুরস্কৃত করা হয় এবং উপজেলা পর্যায়েও সেরা পাঠককে পুরস্কার দেয়া হয়। বিশেষ করে শিক্ষাবান্ধব যেকোন রেফারেন্স সেবা লাইব্রেরি থেকে সহজেই নেয়া যায়। বিদ্যালয়ের লাইব্রেরি রিসোর্সগুলো ডিডিসি অনুসারে বিবলিওগ্রাফির ইনডেক্সভূক্ত করে ক্যাটালগিং ও ক্লাসিফিকেশনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া লাইব্রেরি কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা বই বাসা-বাড়িতে নিয়ে পড়তে পারে। সাইবার ক্যাফে সেবার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে অনলাইন সেবা নিতে পারে লাইব্রেরি থেকে। আগামীতে KOHA অনলাইন সফটওয়্যারের মাধ্যমে উক্ত লাইব্রেরিকে সম্পূর্ণ ডিজিটালাইজড লাইব্রেরিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এজন্য গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয় শিক্ষক প্রতিনিয়ত দেশ বিদেশের নানা লাইব্রেরিগুলো ভিজিট করছেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করছেন। তাছাড়া বিদ্যালয়ের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নে হৃদপিণ্ড হিসেবে কাজ করে। সব মিলিয়ে এখানে রিসোর্সের পরিমান বিশ্ব সাহিত্য কেন্দ্রের পুস্তক সহ ২৫০০+। যা ধীরে ধীরে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে।
—-বিদ্যালয় গ্রন্থাগার ও তথ্য কেন্দ্র
মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়,রাজনগর,মৌলভীবাজার।
The school has its own well-established Library and Information Center, equipped with a rich collection of books and other reading materials. The Archive Section of the library preserves important historical documents of the institution.
Under the supervision of a qualified teacher appointed for Library and Information Science, students can regularly borrow and return books during dedicated library hours. Teachers also use the facility to prepare lesson plans and conduct academic research in a quiet and resourceful environment.
In accordance with the guidelines of the Directorate of Secondary and Higher Education (DSHE), the school has implemented the “Strengthening of Reading Habit Development” program in collaboration with the Bishwo Shahitto Kendro (World Literature Center). The Library and Information Science teacher serves as the organizer of this program and is responsible for regular reporting. Students read the books supplied by the World Literature Center during library periods, which helps nurture their reading habits.
Regular reading circles are held in the library. Model readers are awarded by the school, and outstanding readers are also recognized at the Upazila level. The library also offers user-friendly reference services to support learning and research.
The library’s resources, including bibliographic indexing, cataloging, and classification, are organized according to the Dewey Decimal Classification (DDC) system. Students use individual library cards to borrow books for home reading.
Additionally, the library offers free internet services through its cyber café facility, allowing students to access online educational resources. In future has a big plan for using KOHA online library software for digitalised in this library and information centre,That’s why in this schools library & Information science subject teacher is being visited different countries library day by day and gain the experience. The Library and Information Center plays a vital role as the heart of the institution in enhancing the overall quality of education.
Currently, the library holds a collection of over 2,500 resources, including titles from the World Literature Center, with the number gradually increasing.
_____School Library and Information Center
Meherunnessa Girls’ High School, Rajnagar, Moulvibazar